শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন   সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কৃষক সমাবেশে কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিন ভালুকায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাইদুল নিখোঁজের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার  শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুর আটক -১ কালীগঞ্জে তিন মাদকাসক্তকে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে শশা ভর্তি  পিকআপ উল্টে খাদে ব্যবসায়সহ নিহত ৩ জন ভালুকায় লিফলেট বিতরণের সময় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
উন্নত দেশ হিসাবে বিশ্বের দরবরে বাংলাদেশ প্রসংশিত হয়েছে, চুমকি এমপি

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-বিএনপি অর্থণীতিকে ধ্বংস করেছে, জঙ্গী উৎপাদন করেছে। শেখ হাসিনা সরকার অর্থণীতির গতি বৃদ্ধি করেছে। উন্নত দেশ হিসাবে বিশ্বের দরবরে বাংলাদেশ প্রসংশিত হয়েছে। বর্তমান সরকার জঙ্গি, মাদক ব্যবসায়ী ও র্দূনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেত্রী হিসেবে দেশের যোগ্য স্থানে রয়েছেন। তাই তো শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা একজন যোগ্য রাজনীতিবিদ ও মানবতার নেত্রী হিসেবে বিশে^র ৪ জন নেতার মধ্যে একজন হয়েছেন। তাঁর চিন্তা-চেতনা ও কাজকর্ম শুধু দেশের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নের জন্য।
তিনি আরো বলেন প্রয়াত শহীদ ময়েজউদ্দিন স্বৈরাচারী বিরুধী আন্দেলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজসেবক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মোক্তারপুর আ’লীগের আয়োজনে স্বরণ সভায় প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এস.এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সধারণ সম্পাদক, এড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সভ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বক্কর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম, জেলা আ’লীগের সদস্য তাছলিমা রহমান লাভলী, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন কনক, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার প্রমুখ। এছাড়ও জেলা ও উপজেলার আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা স্মরণ সভায় উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।