শ্রীপুরে সড়ক দূর্ঘটনা পুলিশের এসআই নিহত- প্রতিদিনের কন্ঠ
টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরর শ্রীপুর সড়ক দূর্ঘটনা পুলিশের এসআই নিহত হয়ছ। ১০ ডিসম্বর ঢাকা মডিকল চিকিৎসাধীন থাকাঅবস্থায় এস.আই নিহত হন। জানা গছে গত শনিবার রাত্র শ্রীপুর পৌর এলাকার মাওনা চরাস্তা টহলরত অবস্থায় নোমান গ্রুপ ফ্যাক্টরী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পুলিশের ব্যবহৃত লেগুনা গাড়ী ধাক্কা দেয়। এতে থানার কর্মরত এস.আই আ: রহমান (৪৫) আহত হন।
আহত এস.আই কে প্রথমে উপজজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা হাসপাতাল রেফার্ড করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যায়। শ্রীপুর থানা সূত্র জানান, নিহত এস.আই গত এক মাস আগে শ্রীপুর থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলায়।