কাপাসিয়া প্রতিনিধি: আইসিটি মন্ত্রণালয়ের উদ্যােগে কাপাসিয়া উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের কার্যক্রমের উদ্বুদ্ধ করণ বিষয়ক প্রথম ধাপ ৬ দিনব্যাপী আইসিটি ইন হাউজ প্রশিক্ষণ শেষ হয়েছে। ২১ জুন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড,আমানত হোসেন খান। তিনি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ,ইউনিয়ন হাইলজোর উচ্চ বিদ্যালয়, লোহাদী উচ্চ বিদ্যালয়, কোহিনুর হাই স্কুল এন্ড কলেজ, ঈদগাহ্ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন ভেন্যুতে উপস্থিত হয়ে সনদ পত্র বিতরণ হয়। মাধ্যমিক শিক্ষা অফিসের কামরুজ্জামান বলেন উপজেলার ১৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০৮০ জন শিক্ষককে দুই ধাপে আই সি টি ইন হাউজ এর উপর প্রশিক্ষণ দেয়া হয়। ২৭ টি ভেন্যুতে শেষ হয়েছে।২৫ টি ভেন্যুতে চলছে।