শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক নাছিম মোড়ল শ্রীপুরে দলিল লেখকগনদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান যুবকের ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড   সাভারে ORPA-এর আলোচনা সভা ও কমিটি গঠন কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে ১ জন আটক কালিয়াকৈরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট  বিতরণ সংসদ নির্বাচনে দাবিতে সমাবেশ অনুষ্ঠিত  ভালুকায় শিশুর লাশ উদ্ধার কালিয়াকৈরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর শ্রীপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক  জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সরকারি আদেশ অমান্য করে মহাসড়কে চলছে সিএনজি-উচ্ছেদ হচ্ছে না কাঁচা বাজার

রিপোটারের নাম / ১০৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

আশরাফুল ইসলামঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু হওয়ার বেশ সময় অতিবাহিত হলেও নিষিদ্ধ যানবাহন ও মোড়ে মোড়ে সড়কের উপর হাট বাজার বসার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনায় অকাল মৃত্যু। মহাসড়কের শৃংখলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ব্যর্থ হচ্ছেন। সওজ-এর উদ্যোগে সড়কের বিভিন্ন মোড়ে নির্দেশনা দেয়া আছে সড়কের ১০ মিটারের মধ্যে কোন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অথচ এসব স্থানে গড়ে উঠেছে কাঁচা বাজার, ফলের বাজার, হকার মার্কেট সহ নানা রকম হাট বাজার।

ছবিঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের জৈনা বাজার।

এসব দোকানিরা জানান, তাদের নাকি অগ্রিম মোটা অংকের টাকা দিয়ে মহাসড়কের জমিতে মাসিক ভাড়া দিয়ে দোকানদারি করতে হয়। তবে তারা কারো নাম বলতে রাজি নন। এসব দোকান মালিকরা একটি অদৃশ্য অপশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সড়ক বিভাগ যখন এসব স্থাপনা, হাট-বাজার ভেঙ্গে দেয় তখন তারা সামনে আসেন না।

অপরদিকে তিন চাকার রিকশা, ইজিবাইক, সিএনজি, ভাইরাস, লেগুনা ইত্যাদি মহাসড়কে উঠা নিষিদ্ধ থাকলেও দাপটের সাথে পাহারারত পুলিশের সামনে দিয়ে এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। মহাসড়কের শ্রীপুরেে মা ওনার কিছু  অংশে অনিয়মের শেষ নেই। সড়কের কোন কোন অংশে ইউটার্ন দুরে হওয়ায় ছোট বড় সব ধরনের যানবাহন আইন অমান্য করে উল্টোপথে চলে, ফলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।

ছবিঃঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নয়নপুর বাজার।
এছাড়া মহাসড়কের সাথে বিভিন্ন সংযোগ সড়কগুলির মোড়ে সওজ’র জমি দখল করে দোকানপাট, পার্টি অফিসসহ নানাবিধ স্থাপনা ও বাস সিএজি স্ট্যান্ড করে জ্যাম তৈরীর ফলে মহাসড়কে চলাচলকারী যানচালকরা সংযোগ সড়কের চলাচলকারী যানবাহন দেখতে পাননা। অনেক সময় অদক্ষ চালকরা ডান-বাম না দেখে দ্রুতগতিতে মহাসড়কে উঠে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মাওনা, এমসি,নয়নপুর, জৈনা  বাসস্ট্যান্ড মোড়গুলিতে সারি সারি ব্যাটারি চালিত রিকশা, সিএনজি দাঁড়িয়ে থাকে, অনেক সময় দ্রুতগতি সম্পন্ন গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এছাড়াও জৈনা বাজারে মহাসড়কে  দাঁড়িয়ে আছে অর্ধশত বনশ্রী প্রভাতী বাস।

ছবি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর নিচে।

এ ব্যাপারে মাওনা হাইওয়ের ওসি দেলোয়ার হোসেন  জানান, হাইওয়ে বা মহাসড়কের শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে হাইওয়ে পুলিশ রয়েছেন। তবে মহাসড়কের  জনবহুল জায়গা গোলোতে তিনি ও তার লোকজন সার্বক্ষণিক যানবাহন চলাচলে চালক ও পথচারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন মোড়ে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

      ছবিঃ মাওনা উড়াল সেতুর নিচ থেকে। 

গাজীপুর পুলিশ সুপার এস পি শামসুন্নাহার পিপিএম জানান, মহাসড়কের জমিতে স্থাপনা জনিত কারনে যে সমস্যা তৈরি হচ্ছে সেটি নিরসনে সড়ক ও জনপথ বিভাগ ব্যবস্থা নিবেন। তবে মহাসড়কের পাশে থাকা ফুটপাত, কাঁচা বাজার ও কোন অস্থায়ী দোকানপাট, সিএনজি স্ট্যান্ড সহ তিন চাকার কোন যান থাকতে পারবে না। আমি দায়িত্বরত কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়ে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ