টি.আই সানি গাজীপুরঃ
প্রতিষ্ঠান নির্মাণে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবহার, সুর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার, পানির সাশ্রয়ী ব্যবহার, পুন:ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার, কারখানায় কর্মীদের বিশ্রাম ও গোসলের সুবিধা নিশ্চিত করায় “গ্রীন ফ্যাক্টরী” হিসেবে “লিড” (Leadership in energy and Environment Design) পুরষ্কার লাভ করেছে ডেকো গার্মেন্টস লিমিটেড।
bty
মঙ্গলবার (৯জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় পুরষ্কারের সনদ হস্তান্তর উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকো গার্মেন্টস লিমিটেড হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিড এর সিনিয়র কনসালটেন্ট Mahendra S Jayalath, ডেকো গ্রুপের মহাব্যবস্থাপক (অপারেশন) তাপস কুমার কুন্ডু, মহাব্যবস্থাপক (মানবসম্পদ, প্রশাসন ও কম্প্লায়েন্স) ইফতেখারুল ইসলাম,সহকারি পরিচালক (এডমিন এইচ আর) কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাদের হাতে পুরষ্কারের সনদ তুলে দেন।