আব্দুর রশিদ শাহ্ নীলফামারীঃ
উত্তর জনপদের ব্যস্ততম সৈয়দপুর বিমান বন্দর করোনার কারনে টানা আড়াই মাস বন্ধ থাকার পর সরকারী নির্দেশনা আর স্বাস্থ্য বিধি মেনে আবারও উঠানামা করবে বিমান। সরকারী নির্দেশে আগামীকাল সোমবার থেকে বিমান উঠানামা আর যাত্রীদের বসার উপযোগী করতে চলছে পরিস্কার-পরিচ্ছন্যতার কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
নতুন করে তৈরী করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার আলাদা কক্ষ, বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন, পরিস্কার করা হচ্ছে লাগেজ স্ক্যানিং মেশিনসহ পুরো টার্মিনাল এলাকা।
এখন থেকে সপ্তাহের ৭দিনই বাংলাদেশ বিমান, নভোএয়ার আর ইউএস বাংলার ৯টি ফ্লাইট ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করবে বলে জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দাস।