মোত্তালিব সরকার, বগুড়া প্রতিনিধিঃ জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বগুড়া জেলা অফিস শুভ উদ্বোধন হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় জাতীয় দৈনিক ভরের চেতনা পত্রিকার বগুড়া জেলা অফিস জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসষ্ট্যান্ড সংলগ্ন মুন-ইরাফি গার্ডেন সিটি মার্কেটে জাতীয় দৈনিক ভোরের চেতনা নতুন অফিস কার্যলয়ে এই উদ্বোধন আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রতিনিধি এবং উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম,উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী আলী সেখ, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর ধুনট (বগুড়া সার্কেল) মোঃ গাজিউর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন আবু রায়হান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য এবং সচেতনতামূলক দিক নির্দেশনা দেন চৌকস ও বিচক্ষণ দুই অফিসার লিয়াকত আলী সেখ ও গাজিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সকল সদস্য ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।