কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ “যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীরা চিত্রাঙ্গনে ও মাধ্যমিক শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শনিবার (১২ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ারদার ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ মৃধা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শিমুল চাকমা।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।