তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী মেম্বারের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের ২ নম্বার ওয়ার্ডের বিজয়ী মেম্বার আজিজ মুন্সির বাড়ীতে।
এ সময় ওই সন্ত্রাসীদের হামলায় আওয়লাদ হোসেন, জাহাঙ্গির ও মেম্বারের বড় বোন খালেদা বেগমসহ আরো ৫-৬ জন কে আহত হাওয়ার সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে আওলাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তারা দামী মোবাইল ও ২০ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এ বিষয়য়ে কালীগঞ্জ থানার এস আই কামাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ দেলোয়ার দর্জি নির্বাচনে পরাজিত হয়। পরে তার বাহিনীর আলামিন হাদী, জাকারিয়া হাদী, সারিকুল হাদী, মোবারক হোসেন, দীপু, সাইদুল, মেজবাহউদ্দিন, মিলন, কিরণ ও মিদুলসহ অজ্ঞাত নামা আরো ১৫-২০ জন সন্ত্রাসী পরিকল্পীত ভাবে নবনির্বাচিত মেম্বারের বাড়ীতে হামালা ও ভাংচুর লুটাপাট করে বলে জানিয়েছেন মেম্বার আব্দুল আজিজ মুন্সি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক বলেন- ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা নিরশনের লক্ষে পুলিশের টহল রয়েছে। জাংগালিয়ার আজিজ মুন্সির বাড়ী ও বরাইয়ার মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।