
আশরাফুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি- গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার।
সোমবার(২৬ জুলাই) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা, বারতোপা, বরমী বাজার, কাওরাইদ বাজার অভিযান চালিয়ে ৭টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় মুলাইদ এলাকায় রেস্টুরেন্ট খোলা রেখে খাবার পরিবেশন করায় স্বপ্নকুটির নামে একটি রেস্টুরেন্টে ৮ হাজার টাকা ও কাওরাইদ বাজারে কাজী ফ্যাশন কে ৫ হাজার জিসান ফ্যাশন কে ৫ হাজার আরো অন্যান্য মামলায় চার হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং অসহায় রিকশাচালকদের চালক ও দুস্থদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।