শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাংলা ইংরেজীর এক ব্যতিক্রমী ডিজিটাল কেলেন্ডার আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন নাজমুল কবির। এ কেলেন্ডারে বাংলা বা ইংরেজীতে যে কোন সন,তারিখ,মাস এক ক্লিকেই বের কার যায়। এক কেলেন্ডারেই দেখা যাবে শত বছর এমনকি হাজার বছরের সন তারিখ। নাজমুল কবির গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের স্থায়ী বাসিন্দা।
জানাযায়, নাজমুল কবির একজন কবি, সাহিত্যিক ও গীতিকার। লেখা লেকির পাশাপাশি চিরস্থায়ী ডিজিটাল কেলেন্ডার আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সৃষ্টি করেছেন কেলন্ডারের জগতে নতুন অধ্যায়। এক কেলেন্ডারেই দেখা যাবে শত বছর এমনকি হাজার বছরের সন,তারিখ,মাস।
নাজমুল কবির জানান, ১৯৮৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর নিরলস প্রচেষ্টা করে এ কেলেন্ডার আবিষ্কার করেছেন তিনি। তার নির্দেশনায় বড়ছেলে নূরই-আলম তৈরি করেছেন এ্যাপসটি। তিনি দাবী করেন এটিই প্রথম এক মাত্র ইংরেজি ও বাংলার চিরস্থায়ী ডিজিটাল কেলেন্ডার। গুগোল প্লেস্টোরে ইংরেজিতে Forever calender লিখলে সার্চ দিলেই কেলেন্ডারটি পাওয়া যাবে।
যার লিংক হলো ঃ- https://play.googl.com/store/app/details?id=app.robin.forevercalendar|
উল্লেখ্য নাজমুল কবির অবসর প্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে তিনি শ্রীপুর সাবরেজিট্রি অফিসে দলিল লিখকের কাজ করেন। পেশার পাশাপশি তিনি একজন কবি, সাহিত্যিক। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। এ পর্যন্ত তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪ টি।