শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন   সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কৃষক সমাবেশে কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিন ভালুকায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাইদুল নিখোঁজের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার  শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুর আটক -১ কালীগঞ্জে তিন মাদকাসক্তকে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে শশা ভর্তি  পিকআপ উল্টে খাদে ব্যবসায়সহ নিহত ৩ জন ভালুকায় লিফলেট বিতরণের সময় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি কাটা মাড়াইয়ে যন্ত্রের ব্যবহার 

রিপোটারের নাম / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  চলতি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গমের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। গম কাটা মাড়াইয়ে যন্ত্র ব্যবহার করায় অধিক লাভবান হচ্ছে তারা। বিশেষ করে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার গমের আশানুরুপ ফলনে কৃষকদের মন ভরে তুলেছে। ইতিমধ্যে পুরোদমে গম কাটা মাড়াই শুরু হয়েছে। গম কাটা মাড়াইয়ে যন্ত্রের ব্যবহার ব্যাপক সাড়া ফেলেছে উপজেলায়। অল্প সময়ে কম খরচে গম কাটা মাড়াই করছে কৃষকরা। ক্ষেতের মধ্যে মাড়াই যন্ত্র রেখে গম মাড়াই করছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯২০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এর সিংহভাগ চাষাবাদ হয়েছে চরাঞ্চলে।
বেলকা চরের কৃষক রেজাউল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে গম চাষাবাদ করেছে। এতে তার খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এক বিঘা জমিতে ফলন হয়েছে ১২ মন। বর্তমান বাজারে প্রতিমন গম বিক্রি হচ্ছে  ১ হাজার টাকায়। তিনি আরও বলেন ৩ বিঘা জমিতে খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ২১ হাজার টাকা। যন্ত্রের সাহায্যে গম কাটা মাড়াই করায় ২ হাজার টাকা বেশি লাভ হয়েছে। তবে যন্ত্রের সাহায্যে গম মাড়াই করায় খড় নষ্ট হচ্ছে। আজ থেকে ৫ বছর আগে গম মাড়াই যন্ত্র ছিল না।  তখন দিন মজুরের মাধ্যমে কাটা মাড়াই করতে হত। এতে করে সময়, শ্রম ও খরচ বেশি হত।
গম মাড়াই যন্ত্র চালক গফুর শেখ জানান, এক বিঘা জমির গম মাড়াই করতে ২ ঘন্টা সময় লাগে। এক বিঘা জমির গম মাড়াই খরচ ৬০০ টাকা। গমের খড় সমুহ রান্নার কাজে ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, যন্ত্রের সাহায্যে গম মাড়াইয়ের সুবিধা হচ্ছে যত্রতত্র যন্ত্র রেখে গম মাড়াই করা যায়। এমনকি গম ক্ষেতে এবং রাস্তার মধ্যে মাড়াই যন্ত্র রেখে গম মাড়াই করা যাবে।
গম ব্যবসায়ী বাবু মিয়া জানান, চলতি মৌসুমে গমের বাজার দর ভাল। ভরা মৌসুমে ১ হাজার টাকায় মন ক্রয় করছি। ৬ মাস পর হয়তো  আরও দাম বাড়বে। তিনি বলেন গত বছরের তুলনায় গমের ফলন ভাল হয়েছে। পাশাপাশি দামও বেশি।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, চলতি মৌসুমে অন্যান্য বছরের তুলনায় গমের ফলন ভাল হয়েছে। বীজ ভাল হওয়ার কারণে ফলন ভাল হয়েছে। বিশেষ করে চরে গমের ফলন আশানুরুপ হয়েছে। দিন দিন গমের চাষাবাদ বাড়ছে। অল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা এখন গম চাষে আগ্রহী হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ