শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক নাছিম মোড়ল শ্রীপুরে দলিল লেখকগনদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান যুবকের ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড   সাভারে ORPA-এর আলোচনা সভা ও কমিটি গঠন কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে ১ জন আটক কালিয়াকৈরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট  বিতরণ সংসদ নির্বাচনে দাবিতে সমাবেশ অনুষ্ঠিত  ভালুকায় শিশুর লাশ উদ্ধার কালিয়াকৈরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর শ্রীপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক  জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি নৈতিকতা জাগ্রত করতে ভূমিকা রাখবে- উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম

রিপোটারের নাম / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি তাদের নৈতিকতাবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

সোমবার (৬ মে) সকালে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের টেকসই উন্নয়নে দেশের জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। তাই আগামী প্রজন্ম নৈতিকতার মান বিকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের বলিষ্ঠ ভুমিকা রাখবে- তা বলার অবকাশ রাখে না।

 

জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গাইবান্ধা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, অধ্যাপক সমিরন কুমার, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রুপের বিষয় ভিত্তিক আলোচনা ও লিখন এবং ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরআগে জাতীয় সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রকল্পের ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ