কালিয়াকৈর(গাজীপুর) থেকে মোঃমাইনুল সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈরে ১০৩ পিছ ইয়াবাসহ রায়হান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী রায়হান উপজেলার চাপাইর এলাকার ওমর আলীর ছেলে।কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মনিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় মাদক ব্যবসায়ী রায়হান মাদক বিক্রি করছে জানতে পেরে ঐ এলাকায় অভিযান চালিয়ে রায়হান কে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে ১০৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ,আটককৃত ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।