শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন   সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কৃষক সমাবেশে কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিন ভালুকায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাইদুল নিখোঁজের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার  শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুর আটক -১ কালীগঞ্জে তিন মাদকাসক্তকে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে শশা ভর্তি  পিকআপ উল্টে খাদে ব্যবসায়সহ নিহত ৩ জন ভালুকায় লিফলেট বিতরণের সময় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোটারের নাম / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ” আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৬ জানুয়ারি সোমবার দুপুরে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

উপজেলা সদর রোডে সরকারি খাদ্য গুদাম সংলগ্ন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিমা ভূঁইয়া। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাসেল সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক শামসুল হুদা লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাসনা আক্তার প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অভিভাবক ও সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক হাজী সাইফুল ইসলাম, সাংবাদিক আনিসুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও নতুন উদ্যমে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আবাসিক ও অনাবাসিক সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে সপ্তাহে একদিন স্পোকেন ইংলিশদের উপর বিশেষ ক্লাস করানো হয়, প্রতিদিন আরবি ভাষা ও আদব শিক্ষা এবং অন্যান্য ধর্মের ধর্মীয় চর্চার ক্লাস যুক্ত করা হয়েছে, সপ্তাহে একদিন গণিত অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি ক্লাস করানো হয়, সপ্তাহে একদিন সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপর বিশেষ ক্লাস করানো হয়, তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন কম্পিউটার ল্যাব ক্লাস করানো হয়। এছাড়া এতিম, দরিদ্র ও সহোদরদের অর্ধেক বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক মানের একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ