শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন   সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কৃষক সমাবেশে কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিন ভালুকায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাইদুল নিখোঁজের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার  শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুর আটক -১ কালীগঞ্জে তিন মাদকাসক্তকে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে শশা ভর্তি  পিকআপ উল্টে খাদে ব্যবসায়সহ নিহত ৩ জন ভালুকায় লিফলেট বিতরণের সময় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে চোরাই পিকআপ সহ তিনজন গ্রেফতার

রিপোটারের নাম / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজী, ছিনতাই, মাদক সহ ১০ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শাকিল মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইব্রাহিম মোল্লা উরফে রিপন মোল্লা (৩৩) ও সৈকত বিশ্বাস (২৫) নামে তার আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের হেফাজতে থাকা (ঢাকা মেট্রো-ন-১১-১৭২৯) নীল হলুদ রংয়ের একটি মাহেন্দ্র পিকআপ জব্দ করা হয়।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিং এ এ তথ্যটি নিশ্চিত করা হয়।

এর আগে শাকিল মোল্লাকে একই দিন সকালে তার শ্বশুর বাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রাম থেকে ও মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার দুই সহযোগীকে উপজেলার কলাপাটুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইব্রাহিম ও সৈকতকে বুধবার (০৭ জানুয়ারি) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার শাকিল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে।

তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজী, ছিনতাই, মাদক সহ ১০টি মামলা রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম একই গ্রামের মো. জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় মঙ্গলবার (০৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেওয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, শাকিল মোল্লা তার শ্বশুর বাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রামে অবস্থান করে আরাম করছে এমন এক গোপন সংসাবেদর ভিত্তিতে বুধবার (০৭ জানুয়ারি) সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ