আশরাফুল ইসলাম গাজীপুর স্টাফ রিপোর্টার: একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর গাজীপুর শাখার আয়োজনে সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইবুনাল, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। ইনসাফপূর্ণ দেশ গড়তে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপ্রার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দলকে আহবান জানান তিনি।
এর আগে সকাল ৭টা থেকে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে দলীয় কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। সকাল দশটার দিকে কানায় কানায় পূর্ণ হয় ময়দান প্রাঙ্গণ। প্রায় ১৭ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলনে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে।
কর্মী সম্মেলনে গাজীপুর সদর উপজেলার জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ মুহাম্মদ সামিউল হক ফারুকী। কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডঃ মোঃ খলিলুর রহমান মাদানী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জমায়েতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির খাইরুল হাসান, নায়েবে আমির মো: হোসেন আলী, গাজীপুর জেলা সেক্রেটারি মোঃ শফি উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর জেলা সহকারি সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, গাজীপুর জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার মুখলেসুর রহমান খান, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্যদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।