মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত হলো, গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক আয়তুল্লাহ।
জানাযায়, গত সোমবার দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে গাজীপুর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটে।
এ সময় একটি পক্ষের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এবং হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম।
গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান খান জানান, তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক উজ্জল হাসান জয়ের নেতৃত্বে সোমবার দুপুর সোয়া ২টার দিকে নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানা এলাকায় আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ মিছিল শেষে রিদিশা নিটেক্স কারখানার সামনে নেতাকীদের নিয়ে বসে চা পান করছিলেন।
এ সময় গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এসময় হামলাকারীরা বেশ কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে এবং তাদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে।