আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চাপায় মেরাজুল ইসলাম ৮ নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ৩০ জানুয়ারি)দুপু সোয়া ১টার দিকে উপজেলার টেংরা – শ্রীপুর আঞ্চলিক সড়কের টেংরা বাজার সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।
মেরাজুল ইসলাম উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ফালু মার্কেট এলাকার রুহুল আমিনের ছেলে। সে বনরুপা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি শিক্ষার্থী ছিল।
নিহত মেরাজুলের মামা লিটন মিয়া জানান, মেরাজুল তার মায়ের সাথে অটোরিকশা দিয়ে নানুর বাড়ি টেংরা যাওয়ার সময় টেংরা বাজারের পাশে রাস্তা পার হওয়া সময় আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়। পড়ে থাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই সুজন কুমার পণ্ডিত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।