শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার জৈনা -সৈলাট আঞ্চলিক সড়কের গাজীপুর ইউনিয়নের ধনুয়া ফকির মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন কর্মী হঠাৎ করে একটি মিছিল বের করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই থেকে তিন মিনিটে মিছিল শেষ করে দ্রুত শটকে পড়েন। জানাযায়, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের উদ্যোগে মিছিলটি বের করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। মিছিলের ভিডিও ফুটে সংগ্রহ করা হয়েছে। মিছিল কারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।