জানা যায় গতকাল সোমবার বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় নিজ দলীয় লিফলেট বিতরণ করছিলেন সম্প্রতি নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী। বিষয়টি জানতে পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ওই স্থানে উপস্থিত হলে প্রচারপত্র বিলিকারীরা গা ঢাকা দেয়। ওই সময় ছাত্রদলের কর্মীর স্থানীয় এক বাসায় একজনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ফেরদৌস ওয়াহিদ সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি জানান, লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী সিয়ামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবীর ছাত্রলীগকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।