সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড শ্মশান ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মুন্নাফ মিয়ার ছেলে আল আমিন (৩০) ও তার স্ত্রী ফাতেমা আক্তার কল্পনা (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই মাহবুবুর রহমান। তিনি বলেন, দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ শ্রীপুর – রাজাবাড়ি আঞ্চলিক সড়কের পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্মশান ঘাট এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,
দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এর আগেও তাদের নামে মাদকের মামলা হয়েছে।