শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক দম্পতি কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগ ইরাদ সিদ্দিকীর নামে  কালীগঞ্জে ৩-৪ মাসের বিদ্যুৎ বিল একসাথে, গ্রাহকের বোঝা ভালুকায় শিক্ষকদের মানববন্ধন শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার শ্রীপুরে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি কালিয়াকৈরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সাবেক মেয়রের সংবাদ সম্মেলন শ্রীপুরে গ্রেপ্তারের পর হাতকড়া সহ পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেধা থাকলেই হবে না দেশের উন্নতির জন্য শিক্ষিত হতে হবে- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান শ্রীপুরে এক বছরেই ভাঙন বরমী সড়ক, নিম্নমানের কাজের অভিযোগ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইয়াকুব আলী মাষ্টার টাওয়ার থেকে ভাড়া আদায়

রিপোটারের নাম / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রাণকেন্দ্রে অবস্থিত ইয়াকুব আলী মাস্টার টাওয়ার শপিং মলের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

জানা গেছে, প্রয়াত বিএনপি নেতা শহিদুল্লাহ শহীদের সাবেক স্ত্রী সুইটি আক্তারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (২৭ মার্চ) শপিং মলের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায় করে। অথচ শপিং মলের ভাড়া সংক্রান্ত বিষয়ে গাজীপুর আদালতে দুইটি সিআর মামলা চলমান থাকায় গত তিন মাস ধরে ভাড়া আদায় বন্ধ ছিল।

গত (২৭ মার্চ ২০২৫) তারিখের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, সুইটি আক্তারের সঙ্গে তার বোন লিজা, ম্যানেজার বারেক ও স্থানীয় কয়েকজন বিতর্কিত ব্যক্তি—পায়েল সরকার, স্বপন, জিয়া, সোহাগ, রফিক, হাবিব ফকির ও লিটন—ভাড়া আদায়ের সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শহিদুল্লাহ শহীদের ভাই মোস্তফা কামাল বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও আমরা আইন মেনে ভাড়া তুলিনি। কিন্তু সুইটি আক্তার দলবল নিয়ে জোরপূর্বক ভাড়া আদায় করেছে, যা সম্পূর্ণ বেআইনি। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিচারাধীন একটি বিষয়ে আদালতের সিদ্ধান্তের আগে জোরপূর্বক ভাড়া আদায় অন্যায় ও বেআইনি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ