তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন গ্রামের জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে নরুন গ্রামের জামায়েতের সভাপতি মাওঃ আলী আকবরের সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড সভাপতি মোতালিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বাইতুল মাল সম্পাদক মাওঃ শাখাওয়াত, উপজেলা শুরা সদস্য মাওঃ শিহাবউদ্দিন, ইউনিয়নের সাবেক সভাপতি এ,এস,এম, সেলিম, জেলা জজ কোর্টের এ, পি, পি, এ্যাড, লুৎফুর রহমান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভুইয়া, জাংগালিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম প্রমুখ।