শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক দম্পতি কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগ ইরাদ সিদ্দিকীর নামে  কালীগঞ্জে ৩-৪ মাসের বিদ্যুৎ বিল একসাথে, গ্রাহকের বোঝা ভালুকায় শিক্ষকদের মানববন্ধন শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার শ্রীপুরে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি কালিয়াকৈরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সাবেক মেয়রের সংবাদ সম্মেলন শ্রীপুরে গ্রেপ্তারের পর হাতকড়া সহ পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেধা থাকলেই হবে না দেশের উন্নতির জন্য শিক্ষিত হতে হবে- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান শ্রীপুরে এক বছরেই ভাঙন বরমী সড়ক, নিম্নমানের কাজের অভিযোগ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

কালিয়াকৈরে চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর

রিপোটারের নাম / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় ঠিকাদারের কাছে চাদা দাবির অভিযোগ উঠেছে জৈনক রিয়াজুর ইসলামের বিরুদ্ধে। ঠিকাদারকে মারধর টাকা লুট ও দাবিকৃত চাদা না পেয়ে হত্যার হুমকী দিয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় ভুক্তভোহী ঠিকাদার তরিকুল ইসলাম বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার বান্দাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে তরিকুর ইসলাম(৪২) পৌরসভার হরিনহাটি এলাকায় মফিজ উদ্দিনের বাড়ীতে ভাড়া থেকে ঠিকাদারী করে আসছে। ওই এলাকার তমিজউদ্দিন ভান্ডারীর ছেলে রিয়াজুল ইসলাম(৪৮) বুধবার ঠিকাদারের কাছে এককালীন ২লাখ টাকা ও মাসে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। চাদা না দিলে ওই এলাকায় কোন কাজ করতে দিবে না বলে জানায়। চাদা দিতে অস্বীকার করলে রিয়াজুল ইসলাম তরিকুলকে ধরে তার অফিসে নিয়ে যায়। সেখানে লাথি মেরে নিচে ফেলে দেয়। এ সময় একজন অজ্ঞাতনামা লোক এসে তরিকুলকে দুই হাতে ধরে ফেলে। রিয়াজুল তার বুকে ও পেটে প্রচন্ড আঘাত করে এবং মারপিট করে। এক পর্যায়ে তরিকুলের পকেটে থাকা শ্রমিকদের বিলের ২৫ হাজার ৯শত টাকা রিয়াজুল জোর করে নিয়ে যায়। তাকে এলাকা ছেড়ে না গেলে খুন করার হুমকী দিয়ে চলে যায়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই শরিফুল হক জানান, তরিকুলের একটি অভিযোগ পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ