শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দাদা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক স্কুল শিক্ষক আরিফ মিয়া (২৩) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরিফ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে।সে মুলাইদ আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানান, স্কুল শিক্ষক আরিফের কাছে ও-ই শিক্ষার্থী প্রাইভেট পড়তো। সে সুবাধে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে এবং ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানাজানি হলে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে করে হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করে।অভিযুক্ত স্কুল শিক্ষক আরিফ মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।