মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুরের জোড়া ব্রীজ এলাকা থেকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ড্রাইভার(৪৫) নামে একজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নুরুল হক লতিফপুরের জোড়া ব্রীজ এলাকার মৃত ইমান আলীর ছেলে। ধর্ষণের শিকার বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল হকের বাসায় ভুক্তভোগী ওই নারীর ভাই দীর্ঘদিন যাবত ভাড়া থেকে কাজকর্ম করে আসছিলেন ভুক্তভোগী কিছুদিন পূর্বে তার ভাই বাসায় বেড়াতে আসেন অভিযোগে তিনি আরো উল্লেখ করেন অভিযুক্ত তা নুরুল হক মাঝে মধ্যে ভুক্তভোগী ওই নারীকে প্রস্তাব দিয়ে আসছিলেন ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন রাজমিস্ত্রি বিধায় মাঝে মধ্যে গভীর রাতে বাসায় ফিরতেন সেই সুযোগে অভিযুক্ত নুরুল হক প্রায়ই গভীর রাতে ওই নারীকে জানালা দিয়ে ডাকাডাকি পারতেন। গত ৩ জুলাই রাত সাড়ে বারোটার দিকে ভুক্তভোগী নারী তার পক্ষে একা ঘুমাচ্ছিলেন অভিযুক্ত নুরুল হক কৌশলে তার ঘরে ঢুকে তাকে খুন করার ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে গত ৪ জুলাই ভুক্তভোগী ঐ নারী কালিয়াকৈর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশ তাৎক্ষণিক নুরুল হককে গ্রেফতার করেন। এবং ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য থানায় রাখা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে এবং কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে অভিযুক্ত নুরুল হককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আটক নুরুল হক কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। ভুক্তভোগী নারীর স্বামী জানান, আমার নববিবাহিত স্ত্রীকে যে সর্বনাশ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।