
তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর):গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন-মারতা গ্রামের পারুলী নদীর (পাঠামারা) ব্রীজে সকাল থেকেই ভিড় করছেন উৎসুক মানুষজন। কারণ, এই ব্রীজের উপর এবং নিচে পাওয়া গেছে এক অদ্ভুত দৃশ্য বেশ কয়েকটি ঘোড়ার মাথা, চামড়া ও ভুড়ি।
স্থানীয়রা জানান, গাজীপুর আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের এই ব্রীজের নিচে শনিবার রাতে ফেলে যাওয়া হয় অন্তত দশটি বস্তা। সকালে পথচারীদের চোখে পড়ে ব্রীজের ওপর একটি বস্তা ছেঁড়া অবস্থায় পড়ে আছে। সেখান থেকেই শুরু হয় পুরো ঘটনার রহস্য। রবিবার সকালে দেখি ব্রীজের নিচে অনেক বস্তা, মাথা আর চামড়া ভাসতেছে। খুবই ভয়ংকর লাগছিলো। কে বা কারা এগুলো ফেলেছে জানি না।
স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কোনো ট্রাক বা ভ্যান থেকে বস্তাগুলো ফেলে দেওয়া হয়েছে। তাদের আশঙ্কা ঘোড়ার মাংস কেউ হয়তো বাজারে বা হোটেলে বিক্রি করছে গরুর মাংস বলে। এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি- প্রশাসন যেন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে। একই সঙ্গে সাধারণ মানুষকে হোটেল ও রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। তদন্ত শেষে জানা যাবে-কারা এই ঘোড়ার মাংসের ব্যবসার সঙ্গে জড়িত, এবং তাদের উদ্দেশ্য কী ছিল। গাজীপুরের শান্ত গ্রামীণ জনপদে হঠাৎ ঘোড়ার মাথা আর চামড়া পড়ে থাকার ঘটনায় তৈরি হয়েছে রহস্য আর আতঙ্ক। এখন দেখার বিষয়-তদন্তে কী উঠে আসে।