
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলার শের্ফাড ফ্যাক্টরীর শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ ১০ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা কাঠালী নামক স্থানে প্রায় দেড়ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
এসময় সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা । পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সকাল সাড়ে ১১টার দিকে আবরোধ তুলে নেয়।
পুলিশ জানায়,চলতি মাসের ১০ তারিখ শ্রমিকের বেতন দেয়ার কথা ছিল। কিন্ত কর্তৃপক্ষ চলতি মাসের ২৫ তারিখে বেতন দেয়ার কথা বললে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের সাথে আলোচনা করে চলতি মাসের ২০ তারিখ বেতন দেয়ার সিদ্ধান্ত হলে শ্রমিকরা কাজে যোগ দেয়। কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করে।