শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩
রিপোটারের নাম
/ ৫৮
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
এই সংবাদটি শেয়ার করুনঃ
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের চরদদমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের সঙ্গে একই এলাকার ইছব আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে অসুস্থতাজনিত কারণে রমিজ উদ্দিনের স্ত্রী হালিমা আক্তার (৫৫) মারা যান। এরপর পরিবারের সদস্যরা পারিবারিক কবরস্থানে,যেখানে রমিজ উদ্দিনের পিতাকেও দাফন করা হয়েছে সেখানে কবর খুঁড়তে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়।
এ ঘটনায় প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ তিনজন গুরুতর আহত হন।
নিহতের মেয়ের জামাতা আসাদুল্লাহ মেহেদী জানান, ঘটনার পরই আমরা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত লাশ দাফনের অনুমতি পাইনি।
এ বিষয়ে অভিযুক্ত ইছব আলীর বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত, তাই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।