শ্রীপুরে মাদক সম্রাট আল-আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
রিপোটারের নাম
/ ৮৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
এই সংবাদটি শেয়ার করুনঃ
আশরাফুল ইসলাম শ্রীপুর( গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কথিত মাদক সম্রাট মোঃ আল-আমিনকে (২৫) এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আল-আমিন তার আপন মামা মোঃ রুহুল আমিনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। মামা তাকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর, উত্তেজিত এলাকাবাসী আল-আমিনকে ধরে গণপিটুনি দিয়ে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানার এসআই মোঃ আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে আটক করেন।
আটকের সময় আল-আমিনের শরীরে গুরুতর আঘাত থাকায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।