রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় গাজীপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত।
প্রার্থীতার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। শ্রীপুরসহ আশপাশের এলাকায় চলছে মিষ্টি বিতরণ, অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের ধারা। দলীয় কর্মীরা মনে করছেন, অধ্যাপক ডা. বাচ্চুর প্রার্থিতা এই আসনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।
দলীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জনপ্রিয়তা।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৭ জন, নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি আগামী নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।