শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক দম্পতি কালিয়াকৈরে নাশকতা পরিকল্পনার অভিযোগ ইরাদ সিদ্দিকীর নামে  কালীগঞ্জে ৩-৪ মাসের বিদ্যুৎ বিল একসাথে, গ্রাহকের বোঝা ভালুকায় শিক্ষকদের মানববন্ধন শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার শ্রীপুরে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি কালিয়াকৈরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সাবেক মেয়রের সংবাদ সম্মেলন শ্রীপুরে গ্রেপ্তারের পর হাতকড়া সহ পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মেধা থাকলেই হবে না দেশের উন্নতির জন্য শিক্ষিত হতে হবে- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান শ্রীপুরে এক বছরেই ভাঙন বরমী সড়ক, নিম্নমানের কাজের অভিযোগ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

রিপোটারের নাম / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দোলনা বেগম (৩৫) ও সাদেক হোসাইন নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক দোলনা বেগম বগুড়া সদর উপজেলার নিশিন্দারা (মন্ডলপাড়া) এলাকার আল হেলাল ওরফে দুলু মিয়ার মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রংপুর থেকে বগুড়াগামী মোস্তারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে দোলনা বেগমের শরীরে সাদা পলিথিনে মোড়ানো স্কচটেপ দিয়ে পেঁচানো ফিটিং অবস্থায় আড়াই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে।

অপরদিকে , গোবিন্দগঞ্জে বাস থেকে ৫ কেজি গাঁজাসহ সাদেক হোসাইন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদেক হোসাইন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার জাফর আলমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে কালো রঙের হাত ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি সাদেক হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ