তিনি আরও বলেন- “খেলাধুলাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আমরা ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ‘তারুণ্যের উৎসব’-এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দৌড়, ম্যারাথন, সাইকেলিং সহ বিভিন্ন খেলা নতুন করে শুরু হয়েছে। ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।” তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানাই।
সোমবার (০৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ, গাজীপুর জজকোর্টর এপিপি শাহ মোতাসেম আজমত সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউপি সদস্য সৈয়দ আহম্মদ কবির বুলবুল, ফারুক খান, শহীদুল্লাহ শীহদ প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় ১ ও ২ নং ওয়ার্ড ফুটবল একাদশ ১-০ গোলে ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।