প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেন স্টেশন ছাড়ার সময় জালাল উদ্দিন (৪০) নামের এক যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে যান। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত জালাল উদ্দিন (জালু বেপারী) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিধিয়ার চর বেপারী পাড়া গ্রামের মৃত তৈয়ব উদ্দিন বেপারীর ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমার বলেন, দুঃখজনকভাবে যাত্রীটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। আমরা ঘটনাটি দেখামাত্রই দ্রুত উদ্ধারকাজে সহায়তা করেছি। প্রায়ই যাত্রীরা এমন ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন, যা অত্যন্ত বিপজ্জনক।এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ নিয়মিত প্রচারণা চালিয়ে যাত্রীদের সচেতন করছে।