আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্যে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন প্রথমে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গোডাউনে লাগে এবং দ্রুত পাশের ফারুকের লেপ-তুষকের গোডাউনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং দুটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।