• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সমাবেশ শেষে জামায়াতের এমপি প্রার্থী নিজ হাতে পরিষ্কার করলেন ব্যবহৃত অপরিচ্ছন্ন মাঠ শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বিধবা নারীর জমি জবরদখলের অভিযোগ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সাবেক মেয়র মজিবুর রহমান শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টানা আন্দোলনে অচল কালীগঞ্জের স্বাস্থ্যসেবা ভোগান্তিতে সাধারণ মানুষ শ্রীপুরের শালবন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার কালীগঞ্জে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন কালীগঞ্জ হাসপাতালে সেবা স্থবির চরম ভোগান্তিতে রোগী

শ্রীপুরে গ্রেপ্তারের পর হাতকড়া সহ পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা

রিপোটারের নাম / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে একটি পুলিশ দল ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া নয়নপুর সড়কের ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌছামাত্রই  মনির হোসেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে পুনরায় গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা শুরু করে।

হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই আবুল বাশার কে তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কিছুক্ষণ নিরব থেকে কোন উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন । পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দু বারিক হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়েগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ