প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
শ্রীপুরে কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পাথারপাড়া গ্রামের মো. কাসেম আলীর গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
কাসেম আলীর চাচাতো ভাই ইউসুফ আলী জানান, রাত প্রায় ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচটি গরু নিয়ে যায়। ভোর সাড়ে চারটার দিকে কাসেম আলী ঘুম থেকে জেগে দরজা খুলতে না পেরে ডাকাডাকি শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজার তালা খুলে দেয়। বাইরে এসে তিনি দেখতে পান, গোয়াল ঘরে থাকা তিনটি দুধেল গাভী ও দুটি ষাঁড় গরু চুরি হয়েছে।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত কাসেম আলী। তিনি আরও বলেন, কয়েকদিন ধরে এলাকায় অচেনা কিছু লোকের ঘোরাফেরা লক্ষ্য করা যাচ্ছিল। আমি রাতে কয়েকবার গরু দেখতে গোয়ালে গিয়েছিলাম। শেষবার রাত ২টার দিকে গরুগুলো দেখেছিলাম।এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী বলেন, গরু চুরি বন্ধ করতে হবে । কৃষক বা খামারী একটি গরুকে আস্তে আস্তে বড় করে তার স্বপ্নে মত করে । এটি যখন চুরির মাধ্যমে শেষ হয়ে যায় তখন সে অসহায় হয়ে পড়ে । কমানো নয় বরং এ ধরণের অপরাধ বন্ধ করতে সব মোড়ে মোড়ে পুলিশের পাহাড়া বসাতে হবে । আইন শৃঙ্খলার উন্নয়নেও এ কাজ এখন করতেই হবে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2025 প্রতিদিনের কন্ঠ. All rights reserved.