
কাপাসিয়া গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশন। ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীকে শনিবার(৮ নবেম্বর) সকালে কাপাসিয়ায় আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
তিনি বলেন,মেধা অনেকেরই থাকে, কিন্তু শুধু মেধা থাকলেই হবে না। দেশের উন্নতির জন্য যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সততা, পরিবার ও দেশের প্রতি ভালোবাসা থাকলেই একজন মানুষ প্রকৃত অর্থে সফল ও আলোকিত হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মেধাবী তরুণরাই জাতির প্রকৃত শক্তি। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণদের সাহস, উদ্যম ও ত্যাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান প্রজন্মের মেধা বিকাশের মাধ্যমে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজারুল হক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ,শহীদ তাজউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফলাতুন, দেওনা মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, ও প্রফেসর হোসাইন মোহাম্মদ ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।