শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ভালুকায় গাড়ি চাপায় মিল শ্রমিক নিহত কাপাসিয়া নাশেরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত  শ্রীপুরে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু  কৃষি জমি বালি ও মাটি দিয়ে ভরাট, ৩ জনের  কারাদণ্ড কালীগঞ্জে দুই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে যাত্রীদের মানববন্ধন কাপাসিয়া মাদক বিরোধী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  মোটরসাইকেলের কর্মীকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে,প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র ঋণ বিতরণ  কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কাপাসিয়া – গোসিংগা ঘাটে খেয়া নৌকা চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে 
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

রিপোটারের নাম / ৬৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত গাজীপুরের শ্রীপুরেও দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন, বিভিন্ন স্কুলে স্কুলে পোস্টার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
মানববন্ধন শেষে সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্য সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমার সাথে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সবাই নীতির মধ্য থেকে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন । চেঙ্গির খাল ও লবলং খাল খননের ব্যবস্থা করা হয়েছে এবং খননের সময় সীমানা নির্ধারণ করার ফলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে । দুর্নীতির অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেবো ।
মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন তার বক্তব্যে তুলে ধরেন স্কুলে স্কুলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে ।
সঞ্চালক সাঈদ চৌধুরী তুলে ধরেন, কমিশন ও কমিটির কার্যাবলী । তিনি বলেন দুর্নীতিবাজ আমাদের মধ্যেও থাকতে পারেন, জেনে রাখুন আমরা আপনাদের ঘৃণা করি এবং যদি জানি আপনি বা আপনারা দুর্নীতিবাজ তবে আমরা তাদেরকে ধিক্কার জানাই ।
সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, দুর্নীতি বন্ধে আমাদের কাজকে গতিশীল করতে নৈতিক শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে, সৎ মানুষদের সামনে আনতে হবে এবং জবাব দিহিতা নিশ্চিত করতে হবে । তিনি আরও বলেন, যদি ধর্মের শিক্ষাকে সঠিকভাবে মানুষের মন পর্যন্ত পৌছানো না যায় তবে দুর্নীতি বন্ধ করা কঠিন হয়ে পড়বে ।
এ সময় আরও বক্তব্য প্রদান করেন,সকারী কমিশনার ভুমি উজ্জ্বল কুমার হালদার,  উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মুয়ীদুল ইসলাম, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গীতিকার মহসিন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আমির সিরাজী আকন্দ প্রমুখ।
মানব বন্ধনে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা, এনজিও কর্মী ও স্কাউট সদস্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ