তৈয়বুর রহমানঃ গাজীপুর মহানগর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর আ’লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।
এ সময় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আ’লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
এদিকে শনিবার সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী-সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট।
পরে এ্যাড. আজমতউল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ্ মন্ডলকে সাধারণ সম্পাদক করে মহানগর আ’লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।