মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মো. শাখাওয়াত হোসেন (৪০)। তিনি জানান, সিরিরচালা এলাকার বাসিন্দা হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ বানিয়ারচালা মৌজায় এসএ ৫৬৩, এস ২৪৯ ও আরএস ২৫৪৮ দাগের মোট ১২৬ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।
তবে সম্প্রতি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের মদদে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র তাঁর জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, গত ২৩ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত রমজান (৪৫), ফারুক হোসেন (৪০), বাবু মিয়া (৪০), দেলোয়ার হোসেন দেলু (৪২), ফরিদ আলম (২৭), মাসুম (২৫), আলভী সরকার (২৮), রাজ্জাক (৩২), কফিল (৪৭), আল আমিন (২৮) সহ ১৮-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তারা মূল ফটক ভেঙে জোরপূর্বক প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সিসি ক্যামেরা, মার্কেট ও স্থাপনা ভাঙচুর করে। এ সময় নিরাপত্তা কর্মীদের মারধর করে গুরুতর জখম করে এবং প্রায় ২,৭০,০০০ (দুই লক্ষ সত্তর হাজার) টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
এ ঘটনার পর ২৫ জুন জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। কিন্তু মামলা দায়েরের পর থেকেই ভুক্তভোগী পরিবার নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন শাখাওয়াত হোসেন।
তিনি আরও জানান, মামলা তুলে না নিলে তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে করে তাকে আওয়ামী লীগপন্থী হিসেবে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। শুধু তাই নয়, গত ২৯ জুন নাদিম হায়দার নামের একজন ব্যক্তি বাদী হয়ে শাখাওয়াত হোসেন ও তার পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি তার।
সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন বলেন, “আমি এবং আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে, প্রকৃত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।” তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করেন।