
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোখলা বাজারে (রবিবার ১১ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি শহিদ ওসমান বিন হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ইসলামের পথে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির জন্য অনুকরণীয় আদর্শ। তাদের ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, শহিদদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ তায়ালা যেন শহিদ ওসমান বিন হাদিরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ ওসমান বিন হাদিরসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।