আসসালামু আলাইকুম
আমি টি.আই সানি -গাজীপুরে সংবাদ কর্মী হিসেবে কাজ করছি প্রায় দশ বছর ধরে।সংবাদ সংগ্রহের সময় আমার চোখে দেখা শ্রীপুরে ৮ টি ইউনিয়নে,প্রায় ইউনিয়নের বেশির ভাগ মানুষ হত দরিদ্র।এই ৮টি ইউনিয়নে অনেক পরিবার রয়েছে যে তাদের সন্তান টাকার অভাবে পড়া লেখা করাতে পারছেনা।পড়া লেখা না করার কারন হলো,কারো বাবা নেই,কারো মা নেই,কারো আবার বাবা মা দু’জনই নেই।
যার কারনে তাদের বাধ্যহয়ে হয় চাকরি নয় মাদকের মতো খারাপ কাজে জড়িয়ে পরছে।
দরিদ্র শিশুদের উন্নয়নে সরকার এবং বেসরকারি সংস্থার পাশাপাশি শ্রীপুরে যিনি সংসদ সদস্য হয়ে আসবেন আমি উনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।তা না হলে দেশের বিপুল সংখ্যক দরিদ্র শিশু সুবিধা বঞ্চিত থেকে যাবে।
তাই এই দরিদ্র শ্রেণীর থেকে আসা শিশুদের জন্য শ্রীপুরে এরকম একটা স্কুল করার দাবি জানাচ্ছি যেখানে দরিদ্র সুবিধা বঞ্চিত শিশুরা লেখাপড়া করতে পারে।
শ্রীপুরে এই ৮টি ইউনিয়নের মধ্যে যাদের পরিবারে বাবা নেই, মা নেই, কিংবা বাবা মা দু’জনই নেই,,এমন সন্তানদেরকে খুঁজে বের করে,,তাদের ভবিষ্যৎ চিন্তা করে এই শ্রীপুরে যেন এস এস সি পর্যন্ত পড়া শোনা করার সু-যোগ করে দেওয়ার হয় অনুরোধ জানাচ্ছি।এবং এরা যেন সমাজের অবহেলিত শিশু হয়ে বড় না হয়, এটা আমার দাবি। তাহলেই শিশুরা পাবে শিক্ষা অধিকার গড়ে উঠতে পারে মাদকও সন্ত্রাস মুক্ত শ্রীপুর।টি.আই সানি