আদনান হাসান- প্রযোজনা প্রতিষ্ঠান জে কে ফু মিউজিকের ব্যানারে প্রকাশ হচ্ছে ‘মোরা বাঙালি হার না মানা বীর ’। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও জে কে জাকির।
এ গানটির কথা লিখেছেন লালন লহানি, সুর দিয়েছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
সংগিত শিল্পী জে কে জাকির অনলাইন এ সারা জাগিয়ে নিজের অফিশিয়াল চ্যানেলেও নিয়মিত গান করছেন। সে ধারাবাহিকতায় এবার তিনি হাজির হলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে।
গানটি ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে স্টুডিও ভার্শন Jk Foo Music অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এই প্রসঙ্গে সংগিত শিল্পী জে কে জাকির বলেন ছোট বেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনি তার গান শুনে আমার গান করার অনপ্রেরনা জাগে আল্লাহর অশেষ রহমতে এই প্রথম বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ভাইয়ের সাথে গান করার সুযোগ হয়েছে, মোরা বাঙালি হার না মানা বীর গানটি প্রবাসিদের কথা মাথায় নিয়ে করা হয়েছে আশা করছি দর্শক শ্রোতারা ভালো ভাবে গ্রহন করবে।