আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অনাবাদী প্রতিত জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বছরে রবি মৌসুমে কৃষি পূর্ণদাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সমন্বয়ে কৃষক সমাবেশে কৃষকদের মাঝে বিনামূল্যে বিজয় ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদুল ইসলাম। সমাবেশ শেষে ২ হাজার চারশ শতাধিক কৃষকের মধ্যে প্রণোদনার ধান বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। বর্তমান সরকার দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। যারযার অবস্থান থেকে বসতবাড়ির আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে সবজি বাগান করতে হবে। একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা পূরণ হবে। অন্যদিকে বাড়তি আয় হবে। আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার।