
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী নারী শহর বানু । সকাল সাড়ে আটটায় তিনি শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নাতি মুনসুর আল মামুনের কোলে চড়ে এসে ভোট দেন।শহর বানু শ্রীপুর উত্তরপাড়া গ্রামের এক ওয়ার্ডের মৃত তাহের আলীর স্ত্রী। শহর বানু জানান, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন নাতির কোলে চড়ে। স্বাচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তিনি আরো জানান,জীবনে আর ভোট দেওয়ার সুযোগ নাও হতে পারে। তাই ভোট দিয়ে তার ভালো লাগছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১৭৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
সকাল ৮টা ২৫ মিনিটে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী ভোট দিয়েছেন। অপরদিকে সকাল ৮টায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ তার নিজ এলাকা দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শামীমা ইয়াসমিন জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
উপজেলা নির্বাচন কমিশন অফিসের তথ্য মতে গাজীপুর- ৩ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ২৩ হাজার ৯০ জন এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৩ হাজার ৫৭ জন, নারী ভোটার ২ লক্ষ ৬০ হাজার ২৮ জন ও তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শামীমা ইয়াসমিন জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
উপজেলা নির্বাচন কমিশন অফিসের তথ্য মতে গাজীপুর ৩ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ২৩ হাজার ৯০ জন এরমধ্যে পুরুষ বোটা ২ লক্ষ ৬৩ হাজার ৫৭ জন নারী ভোটার ২ লক্ষ ৬০ হাজার ২৮ জন ও তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে।