শিরোনাম
তাহিরপুরের শান্তিপুরে নদী তীর কেটে খনিজ বালু লুটে বিক্রির ঘটনায় আটক-১ বন্দরে ছিনতাইকৃত গরুসহ ট্রাক উদ্ধার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন   সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কৃষক সমাবেশে কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিন ভালুকায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাইদুল নিখোঁজের ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার  শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলা ভাঙচুর আটক -১ কালীগঞ্জে তিন মাদকাসক্তকে জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে শশা ভর্তি  পিকআপ উল্টে খাদে ব্যবসায়সহ নিহত ৩ জন ভালুকায় লিফলেট বিতরণের সময় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

নাতির কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী নারী শহর বানু

রিপোটারের নাম / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে  নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী নারী শহর বানু । সকাল সাড়ে আটটায় তিনি শ্রীপুর পাইলট বালিকা উচ্চ  বিদ্যালয় ভোট কেন্দ্রে নাতি মুনসুর আল মামুনের কোলে চড়ে এসে ভোট দেন।শহর বানু শ্রীপুর উত্তরপাড়া গ্রামের এক ওয়ার্ডের মৃত  তাহের আলীর স্ত্রী। শহর বানু জানান, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন নাতির কোলে চড়ে। স্বাচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তিনি আরো জানান,জীবনে আর ভোট দেওয়ার সুযোগ নাও হতে পারে। তাই ভোট দিয়ে তার ভালো লাগছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১৭৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
সকাল ৮টা ২৫ মিনিটে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী ভোট দিয়েছেন। অপরদিকে সকাল ৮টায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ তার নিজ এলাকা দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শামীমা ইয়াসমিন জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
 উপজেলা নির্বাচন কমিশন অফিসের তথ্য মতে গাজীপুর- ৩ আসনে  মোট ভোটার রয়েছে ৫ লাখ ২৩ হাজার ৯০ জন এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৩ হাজার ৫৭ জন, নারী ভোটার ২ লক্ষ ৬০ হাজার ২৮ জন ও তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শামীমা ইয়াসমিন জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
 উপজেলা নির্বাচন কমিশন অফিসের তথ্য মতে গাজীপুর ৩ আসনে  মোট ভোটার রয়েছে ৫ লাখ ২৩ হাজার ৯০ জন এরমধ্যে পুরুষ বোটা ২ লক্ষ ৬৩ হাজার ৫৭ জন নারী ভোটার ২ লক্ষ ৬০ হাজার ২৮ জন ও তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ